
বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক পাইমং মারমা’র মমতাময়ী মা চাইন্দারী মারমা গতকাল বিকাল ৪.০০ ঘটিকায় চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাওয়ার পথে কুমিল্লায় মৃত্যুবরণ করেছেন। তাঁর মায়ের সদগতি কামনা করে বিএমএসসি পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানাচ্ছে।