
বিএমএসসি খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যােগে পানখাইয়া মারমা যুব কল্যাণ সংসদ ভবনে খাগড়াছড়ি জেলার সকল শাখা কমিটিদের নিয়ে সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মশালায় প্রথম পর্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল এর ১২তম কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ম্রাসাজাই মারমা। দ্বিতীয় পর্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল এর ১৫তম কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক চাইহ্লাউ মারমা। কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নিঅং মারমা ও সাধারণ সম্পাদক উকিং ওয়ং মারমা।
কর্মশালায় বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল এর খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিঅংগ্য মারমা সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সম্মানিত সভাপতি ক্যপ্রুসাই মারমা। সাংগঠনিক কর্মশালায় জেলা, উপজেলা,কলেজ, ইউনিয়ন ও আঞ্চলিক শাখার সংগঠনের কর্মী-সংগঠকরা অংশগ্রহণ করেন।