
গত ১লা মার্চ ২০১৯ খ্রীঃ রোজ শুক্রবার খাগড়াছড়ি জেলাধীন মানিকছড়ি উপজেলায় মানিকছড়ি গিরি মৈত্রী সরকারী ডিগ্রী কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল বিএমএসসি’র ১৭তম কেন্দ্রীয় ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এতে তিন পার্বত্য জেলাসহ বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সাড়ে তিন হাজার মারমা শিক্ষার্থী অংশগ্রহণ করে।
১৬তম কেন্দ্রীয় কমিটির সভাপতি অংসাইম্যা মারমা’র সভাপতিত্বে সম্মেলনের ১ম পর্বে সঞ্চালনায় ছিলেন যুগ্ম-সম্পাদক মংক্যথোয়াই মারমা ও সহ-নারী বিষয়ক সম্পাদক নিউমা চৌধুরী। সম্মেলন উদ্বোধন করেন বিএমএসসি’র প্রতিষ্ঠাকালীন নির্বাহী সদস্য ও গঠনতন্ত্র প্রণেতা উঃ উথোয়াইচিং মারমা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি মহোদয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদের সম্মানীত চেয়ারম্যান ম্রাগ্য মারমা, গুইমারা উপজেলা পরিষদের সম্মানীত চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মংসাইঞো মারমা, মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের প্রাক্তন মহিলা ভাইস-চেয়ারম্যান বাশরী মারমা প্রমুখ।এছাড়াও সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শিক্ষক, লেখক, সাবেক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় সচেতন অভিভাবকবৃন্দ।
সকাল ১০ টায় সম্মেলনে আগত সবার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাংগঠনিক সম্পাদক নিঅং মারমা ও সাংগঠনিক বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক চিংহ্লামং মারমা। বেলা ২ টায় আলোচনা সভা শুরু হয়ে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সন্ধ্যা ৬ টায় শেষ হয়।
আলোচনা সভা শেষে নিঅং মারমা‘কে সভাপতি, উকিং ওয়ং মারমা‘কে সাধারণ সম্পাদক, ক্যপ্রুসাই মারমা’কে সাংগঠনিক সম্পাদক, সাউচিং মারমা‘কে নারী বিষয়ক সম্পাদক ও রাম্রাচাই মারমা‘কে অর্থ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট ১৭ তম নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
২য় পর্বে উকিওয়ং মারমা ও ক্রইঞোচিং মারমা’র সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন শাখা কমিটির সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত সম্মেলন শেষ হয়।