
খাবার পানির বড় সংকট। জেলা প্রশাসন ত্রাণ দিচ্ছে।
রুমা, থানছি রাস্তায় পাহাড় ধ্বসে পড়ে রাস্তার অবস্থা খুব খারাপ। এছাড়া রোয়াংছড়ি, লামার কি অবস্থা জানা যাচ্ছে না। বিদ্যুৎ নেই, যোগাযোগ হচ্ছে না।
নদীর স্রোতে অনেকের বাড়ি ভেসে গেছে। থাকার একটা ছোট ব্যবস্থা দরকার।
যারা বান্দরবান আসবেন আপনারা চন্দ্রঘোনা লিচুবাগান হয়ে বান্দরবান যেতে পারবেন।
সহযোগিতা পাঠানোর ঠিকানা:
বিকাশ 01533920056
নগদ 01837009337
কৃতজ্ঞতা প্রকাশে
অংথুইচিং মারমা
আহবায়ক
দুর্যোগ ব্যবস্থাপনা টিম
বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল।
সার্বিক যোগাযোগ:
সভাপতি
01703610479
সাধারণ সম্পাদক
01837009337