Home Organization News তারা হাঁটছে আগামীর পথে আলোকিত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে বিএমএসসি ক্যালেন্ডার ২০২০

তারা হাঁটছে আগামীর পথে আলোকিত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে বিএমএসসি ক্যালেন্ডার ২০২০

0
তারা হাঁটছে আগামীর পথে আলোকিত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে বিএমএসসি ক্যালেন্ডার ২০২০

বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি) পরিবারের পক্ষ থেকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাই।
অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, প্রতি বছরের ন্যায় আগামী ২-৩ দিনের মধ্যে কাঙ্ক্ষিত বিএমএসসি ক্যালেন্ডার ২০২০ আপনাদের সকলের হাতের নাগালে চলে আসবে।
ক্যালেন্ডারে লাব্রে (পূর্ণিমা), লাগোয়ে (অমাবস্যা), রাক্ অকং, রাক্ রাজা, সরকারি, ঐচ্ছিক ছুটির সাথে সংগঠনের বিভিন্ন কার্যক্রমের ছবি ফুঁটিয়ে তোলা হয়েছে। থাকছে বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত তথ্য প্রদান ও সহযোগিতার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মারমা শিক্ষার্থীদের যোগাযোগের ফোন নাম্বার।
ক্যালেন্ডারের পেছনের পাতায় থাকছে মারমা ও বাংলা ভাষায় সাংগ্রাইং জা।
আশা করি, আলোকিত মারমা সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে চলমান মারমা ছাত্র সমাজের ভালবাসার একমাত্র ছাত্রসংগঠন বিএমএসসি’র এই ক্ষুদ্র প্রকাশনাকে সবাই স্বাগত জানাবেন।
এই আশায় সকলের কাছে সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।
সবাইকে আবারো ধন্যবাদ জ্ঞাপন করছি।

দেখা হচ্ছে সবার সাথে আরো একটি বার।

ক্যালেন্ডার ২০২০ প্রকাশনা উপকমিটি
বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি)

প্রচারেঃ তথ্য ও প্রচার বিভাগ, বিএমএসসি, কেন্দ্রীয় কমিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here