Home Uncategorized গুইমারা উপজেলায় দুর্গম এলাকা লাংগ্যি গ্রামে মংপ্রু মারমা’র বসত বাড়ি আগুনে পুড়ে যায়।

গুইমারা উপজেলায় দুর্গম এলাকা লাংগ্যি গ্রামে মংপ্রু মারমা’র বসত বাড়ি আগুনে পুড়ে যায়।

0
গুইমারা উপজেলায় দুর্গম এলাকা লাংগ্যি গ্রামে মংপ্রু মারমা’র বসত বাড়ি আগুনে পুড়ে যায়।
BMSC

গুইমারা উপজেলায় দুর্গম এলাকা লাংগ্যি গ্রামে মংপ্রু মারমা’র বসত বাড়ি, ফলজ গাছ ও তাদের জীবিকার প্রধান উৎস রাইস মিল সহ আরও প্রয়োজনীয় অনেক জিনিস আগুনে পুড়ে যায়। আজকে বিএমএসসি গুইমারা উপজেলা শাখার উদ্যোগে এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কিছু ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সহযোগিতা প্রদান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here