Home আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

BMSC–র লক্ষ্য ও উদ্যেশ্য

১/ সার্বিকভাবে মারমাদের মধ্য শিক্ষার সম্প্রসারণ ঘটানোর ব্যবস্থা করা ।
২/ মারমা সম্প্রদায় ছাড়াও জাতি ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের সাথে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বজায় রেখে দেশের সার্বিক কল্যাণে সমতা রাখা ।
৩/ মারমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা । এব্যাপারে মারমাদের জন্য সংরক্ষিত পদ এর ব্যবস্থা করার জন্য সরকারের কাজ থেকে দাবী আদায় করা ।
৪/ মারমাদের সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি ইত্যাদি লালন পালন সংরক্ষণ ও বিকাশ সাধন করা । 
৫/ মারমা ছাত্র-ছাত্রীদের উন্মুক্ত চিন্তা, চর্চা, সুপ্ত প্রতিভা বিকাশের জন্য বিভিন্ন প্রকার প্রকাশনা আলোচনা সভা, সাংস্কৃ্তিক অনুষ্ঠান, পাঠচক্র,সেমিনার ও সিম্পোজিয়াম এর ব্যবস্থা করা ।
৬/ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বসবাসকারী মারমা ছাত্র-ছাত্রীদের মধ্য ঐক্য ও সংহতি বজায় রাখা ।
৭/ মারমা ছাত্র-ছাত্রীসহ মারমাদের স্বার্থের সংরক্ষণ ও কল্যাণ সাধন করা।